শেখ হাসিনার ‘ইমিগ্রেশন স্ট্যাটাস’ কী, ‘জানে না’ ঢাকা

ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ‘ইমিগ্রেশন স্ট্যাটাসে’ ভারতের অবস্থান করছেন, সে বিষয়ে ‘অফিসিয়ালি কিছু জানে না ঢাকা’; এমনই দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন তাদের (ভারতের) পররাষ্ট্রমন্ত্রী, যে ‘উনি এসেছেন, তাকে খুব তাড়াতাড়ি আশ্রয় দিতে হয়েছে’।’

কোটা সংস্কার থেকে সরকার পতনের প্রবল গণআন্দোলন ও জনরোষের মুখে ৫ অগাস্ট গণভবন থেকে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

খবরে বলা হয়, গণভবন থেকে হেলিকপ্টারে বিমানবন্দরে, সেখান থেকে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন উড়োজাহাজে আগরতলা হয়ে দিল্লির কাছে গাজিয়াবাদে হিন্ডন বিমানঘাঁটিতে নামেন শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানতে চেয়েছে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘আমি অফিসিয়ালি কিছু তাদের বলিনি এখনও।’

বাংলাদেশে সরকার পতনের দিনই পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্র সরকারের আহ্বানে সর্বদলীয় বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, শেখ হাসিনাকে সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে।

পরবর্তী কর্মপন্থা ঠিক করতে শেখ হাসিনাকে সময় দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেছিলেন, ‘ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে ভারত সরকার শেখ হাসিনাকে কিছুটা সময় দিতে চাইছে। বিষয়টি শেখ হাসিনাকে অবহিত করা হয়েছে।’

শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে কীভাবে ভারতে গেছেন, সে বিষয়ে পরদিন ৬ অগাস্ট ভারতের পার্লামেন্টের উভয় কক্ষকে অবহিত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পার্লামেন্টকে তিনি বলেছিলেন, সংক্ষিপ্ত নোটিসে শেখ হাসিনা ভারতে প্রবেশের অনুমোদন চেয়ে অনুরোধ করেন। সোমবার বিকালে চলে আসেন তিনি।

এর মধ্যে ২২ অগাস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী ও বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের এমপিদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

কূটনৈতিক পাসপোর্টে ভারতে গেলে ৪৫ দিন থাকার সুযোগের বিষয় তুলে ধরে শেখ হাসিনার বর্তমান ‘স্ট্যাটাস’ সম্পর্কে এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেখুন, সবকিছু শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে দুই বছর থেকে আসছে। তাদের কি ৪৫ দিনের মধ্যে কাগজপত্র সব শেষ হয়ে গিয়েছিল? হয় নাই।

এখন ভারত সরকার উনাকে আশ্রয় দিয়েছেন, উনি থাকছেন- আমাদেরকে এটা এভাবে দেখতে হবে, দিনক্ষণ না ধরে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh