‘নতুন কত রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে জানে না সরকার’

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, নতুন কত সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তা জানে না সরকার। তবে তাদের তালিকা করা হচ্ছে। এরপর তাদের নিয়ে ভাববে সরকার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ ও দেশের বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, কিছু কিছু রোহিঙ্গা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশ করেছে। আমরা চাই না আর কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ হোক। নতুন-পুরাতন সকল রোহিঙ্গার দ্রুত প্রত্যাবাসনের চেষ্টা চলছে।

এর আগে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ও হাসপাতাল ঘুরে দেখেন। সেখানে রোহিঙ্গা ক্যাম্পের মাঝি, ধর্মীয় নেতা ও নারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা মিজানুর রহমান ও ১৪ এপিবিএনের অধিনায়ক মো. ইকবাল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh