হিন্দুত্ববাদের সঙ্গে সম্পৃক্তততার অভিযোগ থাকা ধর্মীয় সংগঠন ইসকন নিষিদ্ধের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
মাহফুজ বলেন, ‘বাংলাদেশে কোনো সংগঠন নিষিদ্ধ করা বা নিবন্ধন বাতিল করার মতো যেকোনো আইনি উদ্যোগই নেওয়া হোক না কেন নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এবং তদন্ত সাপেক্ষে আমরা করতে চাই, যাতে কোনো পক্ষের দিক থেকে অনিশ্চয়তা বা সংকট তৈরি না হয়। সুষ্ঠু তদন্তের পর সম্পৃক্ততা পাওয়া গেলে উপদেষ্টা কাউন্সিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘এটি গণঅভ্যুত্থানের সরকার, সবারই এখানে দায়িত্ব রয়েছে। রাজনৈতিক দল, জনগণ বা সরকার এখানে আলাদা কিছু নয়। বাংলাদেশের অখণ্ডতা রক্ষা এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখার এই কাজটি সবার। এই ঐক্য ধরে রাখলে আশা করি, আর কখনও ফ্যাসিজম ফিরে আসবে না।’
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মাহফুজ আলম ইসকন হিন্দুত্ববাদ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh