শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক, এটা রাখা যাবে না: আব্দুল মুয়ীদ চৌধুরী

শিক্ষকদের ক্যাডার সার্ভিস থেকে বের করে তাদের নিয়োগে আলাদা কমিশন গঠন করা হবে। একই সিদ্ধান্ত নেয়া হবে চিকিৎসা ক্যাডারদের ক্ষেত্রেও। 

শিক্ষক ও চিকিৎসকদের মর্যাদার বিষয়টি মাথায় রেখে তাদের ক্যাডার সার্ভিস থেকে বের করার পরিকল্পনা করছে সরকার। এ দুই ক্যাডারের কর্মকর্তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা কমিশন গঠনের প্রস্তাব করবে জনপ্রশাসন সংস্কার কমিটি।

সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক। স্বাস্থ্য এবং শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করেছি, এই ক্যাডার করে রাখা যাবে না।

‘একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান; তারা কি পদোন্নতি একসঙ্গে পাচ্ছেন? সে জন্য আমরা বলছি এটা ক্যাডারে রাখা যাবে না, এটা আমাদের চিন্তা। এটা ক্যাডার করা অযৌক্তিক হয়েছে। এগুলো আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হবে। এ দুই বিভাগ ছাড়া বাকি সবাই ক্যাডার থাকবে। এটা আমাদের ধারণা।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে সরে গিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। ঠিক এ রকম আমরা স্বাস্থ্য ক্যাডার ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার পরামর্শ দিয়েছি। এটা হয়ে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh