তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের জবাবদিহি চাইবে সরকার। ওইদেশ থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য প্রচার ও বৈঠক করার দায় ভারত সরকারকে নিতে হবে।
বুধবার লেখক ও সাংবাদিক আহম্মদ ফয়েজ সম্পাদিত ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের জবাবদিহি চাইবে সরকার। ওইদেশে থেকে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রচার, রাজনৈতিক মিটিং করার দায় ভারত সরকারকে নিতে হবে।
নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় ডিজিএফআই (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) বিভিন্ন গণমাধ্যমে আমাদের নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার করিয়েছে। এ নিয়ে আমাদের বা আমার কোনো প্রতিষ্ঠান বা সম্পাদকের ব্যক্তিগত রাগ-অভিযোগ নেই। তবে আমি সেই সব সংবাদ মাধ্যমের সম্পাদকদের সত্য প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য বলি।
সামাজিক যোগাযোগ-মাধ্যমে ও আন্তর্জাতিক গণমাধ্যমে এখন তথ্য-যুদ্ধ চলছে বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা। তিনি বলেন, আমরা মাঠে আছি। ফেব্রুয়ারি-মার্চ মাসে ছাত্র-জনতা মাঠে থাকবে। রাজপথ তাঁদের দখলেই থাকবে। আমাদের প্রতিরোধ আমরা অব্যাহত রাখছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh