জনপ্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে ১১টিতে একমত, ১৫টিতে একমত নয় বলে কমিশনকে জানিয়েছেন এলডিপি।
রাষ্ট্রসংস্কারে গঠিত কমিশনগুলোর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ‘দুর্বল’ ছিল বলে মনে করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সেই দুর্বলতাগুলো তুলে ধরেছে তারা।
জাতীয় সংসদ ভবনে কমিশনের সাথে বৈঠক শেষে দলটির
চেয়ারম্যান অলি আহমদ সাংবাদিকদের বলেন, “সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন
সংস্কারের সুপারিশ দুর্বল ছিল। কমিশন অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ
করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল।”
এলডিপি অলি আহমদ বলেন, “আপনি যত কিছুই করেন না
কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন ওসি, আরেকজন
হল ইউএনও।”
“এসব সরকারি কর্মচারীর দলীয় সরকার এবং দলের
প্রতি গভীর আনুগত্য রয়েছে।”
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে
আছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার
বিভাগ সংস্কার কমিশন। জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার রাজনৈতিক দলগুলোর কাছে ১৬৬টি
প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে, তার মধ্যে ১২০টি বিষয়ে এলডিপি একমত জানিয়েছে।
দলটি বলছে, বিচার বিভাগ সংস্কারের ২৩টি
প্রস্তাবের মধ্যে ২২টির বিষয়ে এলডিপি একমত, একটির সঙ্গে আংশিকভাবে একমত। দুর্নীতি
দমন কমিশন সংস্কারের ২০টি প্রস্তাবের সবগুলোর সঙ্গেই একমত এলডিপি। জনপ্রশাসন
সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে ১১টিতে এলডিপি একমত, ১৫টিতে একমত নয় নির্বাচন
ব্যবস্থা সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে একমত নয় বলে
কমিশনকে জানিয়েছেন এলডিপি।
এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতে অনুরোধ করেন
অলি আহমেদ। জবাবে ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, “আমরা কাউকে দেব না।”
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে যেসব প্রস্তাবনা
চূড়ান্ত করেছে সেখানে- না ভোট চালু, দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ চালু, স্থানীয় সরকার
নির্বাচনে দলীয় প্রতীক না রাখা, জাতীয় সংসদসহ সব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা
হিসেবে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের যুক্ত করার
বিষয়গুলো রয়েছে। এছাড়াও ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, ইভিএম পদ্ধতি বাতিল,
নির্বাচনি অপরাধের শাস্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে প্রস্তাবনা
চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে নির্বাচন সংস্কার কমিশন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh