বর্তমান সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ইউনুস সরকারকে জনগণ চেয়েছেন, আমি ব্যক্তিগতভাবে কোথাও বলিনি যে সে ক্ষমতায় থাকুক।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি আরও বলেন, নির্বাচন কবে হতে পারে তা বলে দিয়েছেন প্রধান উপদেষ্টা, এর বাইরে আমার কিছু বলার নেই।
অপরদিকে চট্টগ্রাম ডিসি হিলে বৈশাখের অনুষ্ঠানে হামলার ঘটনার নিন্দা প্রকাশ করে উপদেষ্টা জানান, বৈশাখের আগেরদিন হামলার ঘটনা ঠিক হয়নি, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে সরকার কঠোর ব্যবস্থা নিবে।
এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সাধারণ মানুষ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে। রাস্তা থেকে আমাকে বলতেছে আপনারা আরও ৫ বছর থাকেন। যা নিয়ে পরবর্তীতে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh