Logo
×

Follow Us

স্বাস্থ্য

এপ্রিলে মারা যাওয়া ডেঙ্গু রোগীর খবর আজ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ২২:১৫

এপ্রিলে মারা যাওয়া ডেঙ্গু রোগীর খবর আজ জানালো স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর। ফাইল ছবি

গত এপ্রিল মাসে মৃত্যু হয়েছে এমন একজন ডেঙ্গু রোগীর খবর আজ জানালো স্বাস্থ্য অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ মে) অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হটলাইন নম্বরে ফোন দেওয়া হলে দায়িত্বরত ব্যক্তি জানান, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে গত এপ্রিলে এই ব্যক্তির মৃত্যু হয়। তাকেসহ ওই মাসে তিনজনের মৃত্যু হলো।

এত দেরিতে কেন এই তথ্য জানা গেল, জানতে চাইলে তিনি বলেন, সাধারণত ডেঙ্গুতে মৃত্যুর খবর দু-এক দিনের মধ্যেই পাওয়া যায়। কিন্তু এই ব্যক্তির খবর হাসপাতাল থেকে জানাতে বেশি দেরি করেছে। আর যখন তথ্য জানা যায়, তখনই সার্ভারে এন্ট্রি দেওয়া হয়। তাই গত ২৪ ঘণ্টায় তাঁর মৃত্যুর খবর জানা গেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি মাসে ১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬ জন পুরুষ ও ১৯ জন নারী মারা গেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫