
ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ৪৬ জনের। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। যার মধ্যে ঢাকার ২০ জন, চট্টগ্রামের ৬ জন ঢাকার, ৪ জন বরিশালের, একজন খুলনার ও রাজশাহীর।
বুধবার ৬১ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১২ জন পুরুষ ও ২০ জন নারী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৪৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ৮৭০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক হাজার ৯৭৪ জন।
দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।