Logo
×

Follow Us

স্বাস্থ্য

৯ দফা দাবি দিল বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:৫০

৯ দফা দাবি দিল বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলন

চিকিৎসকদের আন্দোলন। ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চিকিৎসক রাখাসহ ৯ দফা দাবি দিয়েছে বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলন।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার নেতৃত্বে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অবসান ঘটেছে। আমরা চিকিৎসক সমাজ আশা করি বিদ্যমান চিকিৎসা কাঠামোর উপর চেপে বসা ফ্যাসিবাদী ব্যবস্থার প্রভাব মুক্ত হয়ে নতুন বাংলাদেশে এক নতুন জনমুখী ও চিকিৎসক বান্ধব চিকিৎসা কাঠামো গড়ে উঠবে। যেই কাঠামো বাংলাদেশের সকল জনগণের চিকিৎসা সেবার প্রকৃত অধিকার প্রদান করবে। এই আশাবাদ থেকে আমরা ‘বৈষম্যবিরোধী স্বাস্থ্য আন্দোলন’ নতুন গঠিত হতে যাওয়া সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে চিকিৎসক সমাজের পক্ষ থেকে সর্বজন শ্রদ্ধেয় তিনজন চিকিৎসকের নাম প্রস্তাব করছি। তারা হলেন- অধ্যাপক ডা. রশিদ-ই-মাহ্বুব, অধ্যাপক ডা. হারুন অর রশিদ, অধ্যাপক ডা. এম. আবু সাইদ। 

৯ দফা দাবির মধ্য রয়েছে-

১. দলীয় লেজুড়বৃত্তির ফ্যাসিস্ট ধরনের পেশাজীবী সংগঠনের অবলুপ্তকরন।
২. জনগণের পক্ষে চিকিৎসকদের যেকোনো ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। 
৩. সরকারি স্বাস্থ্য সেবায় দলীয় প্রভাব ও দুর্নীতিমুক্ত নিয়োগ-পদোন্নতি নিশ্চিতকরণ। 
৪. সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে সুলভ মূল্যে ঔষধ প্রাপ্তি নিশ্চিতকরণ।
৫. দালাল মুক্ত হাসপাতাল। 
৬. স্বাস্থ্য সেবাকে সুযোগ নয়, অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া।
৭. বেসরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে সমন্বিত চাকুরিবিধি ও বেতন কাঠামো প্রণয়ন করা।
৮. জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিতকরণ। 
৯. ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত সকলের সু-চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫