
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এ সব রোগী ভর্তি হয়। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৬ রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে আছেন ৬৪৮ জন। ৪৩৮ জন ঢাকার অন্যান্য বিভাগে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৯ জন।