Logo
×

Follow Us

স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩০৩

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ২০:০৮

একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩০৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এ সব রোগী ভর্তি হয়। তবে এ সময়ের মধ্যে কেউ মারা যায়নি।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ সব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮৬ রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে আছেন ৬৪৮ জন। ৪৩৮ জন ঢাকার অন্যান্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৭ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯৫৯ জন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫