Logo
×

Follow Us

স্বাস্থ্য

শেবাচিমে ৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ রোগীর মৃত্যু

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ২২:৫০

শেবাচিমে ৩ দিনে ডেঙ্গু আক্রান্ত ৬ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আরও এক ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার জাম্বদীপ গ্রামের মাহিন্দ্র হালাদারের ছেলে ভবতোষ হালদার (৪৫)।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর ডেঙ্গুজ্বর নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন ভবতোষ হাওলাদার। চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর গভির রাতে তিনি মৃত্যুবরণ করেন। এ নিয়ে গত তিন দিনেই ৬ জনের মৃত্যু হয়েছে শেবাচিম হাসপাতালে।

এছাড়া গত ২৭ নভেম্বর সকাল ৮টার পর থেকে ২৮ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরও ৭২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৭৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪৭৪ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন। আগের ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৯৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন, এ পর্যন্ত যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার অন্যান্য হাসপাতালে মৃত্যু হয়েছে দু’জনের। ভোলা, পিরোজপুর এবং বরগুনা জেলার হাসপাতালগুলোতে তিনজন করে মোট ৯ জনের মৃত্যু হয়।

তিনি জানান, বিভাগের মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১৭৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বরগুনা জেলার হাসপাতালগুলোতে। এ জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৫ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন।

এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন এক হাজার ২৮১ এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন। এদের মধ্যে বরগুনা, পিরোজপুর, বরিশাল এবং পটুয়াখালীর রোগীই বেশি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫