Logo
×

Follow Us

স্বাস্থ্য

ঈদে সুস্থ থাকার টিপস

Icon

রিক্তা রিচি

প্রকাশ: ২৫ মে ২০২০, ১৩:০০

ঈদে সুস্থ থাকার টিপস

ছবি: সংগৃহীত

ঈদ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন। এই দিনে খুশি ও আনন্দ ছড়িয়ে দেয়া হয়। ভালোবাসার বিনিময় করা হয়। প্রতি ঘরে ঘরে মজাদার ও বিশেষ খাবার রান্না করা হয়। আর ঈদে আনন্দ-খুশি-ভালোবাসা বিনিময়ের সাথে ভুরিভোজটাও ওতপ্রোতভাবে জড়িত।

আর তাই এ দিন মিষ্টি জাতীয় খাবার, তৈলাক্ত খাবার বেশি খাওয়া হয়। সাধারণ মানুষের জন্য এ খাবারগুলো কোনো সমস্যা না করলেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বিপদজকনক। ঈদের দিন বেশি পরিমাণে মিষ্টান্ন, সেমাই, কাস্টার্ড ও ঘন দুধের তৈরি খাবার খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের সমস্যা হতে পারে। তাই খেতে হবে অল্প পরিমাণে। কেননা চিকিৎসকরা বলেন, ঘন দুধের তৈরি খাবার ও তৈলাক্ত খাবার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের রক্তের সুগার ও কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয়। 

সাধারণরা সব খাবার খেতে পারবেন। তবে মনে রাখতে হবে যেন, গলা পর্যন্ত  খাওয়া না হয়ে যায়। এতে বদহজম, গ্যাস ও অম্বলের সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া রান্নায় কম তেল ও কম মশলা ব্যবহার করলে এসব সমস্যা থেকে মুক্তি মিলবে। রান্নায় টেস্টিং সল্ট, বাজারের তৈরি আচার ও সস ব্যবহার করা থেকে বিরত থাকুন।

যাদের হজমের সমস্যা হয়, তারা খাওয়ার পর টকদই খেয়ে নিতে পারেন। এতে হজম ভালো হবে। এছাড়া আদা কুচি কিংবা লবঙ্গ কিছুক্ষণ মুখে রেখে চিবাতে পারেন। এতে উপকার মিলবে।

ঈদে সুস্থ থাকতে প্রতিবেলার খাবারে বেশি করে সালাদ রাখুন। উচ্চ রক্তচাপের রোগীরা তেঁতুলের শরবত পান করতে পারেন কিংবা সালাদে বেশি তেঁতুলও রাখতে পারেন। 

এছাড়া এই গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পানি, শরবত, ফলের জুস পান করুন। আর শরবতে চিনি অবশ্যই কম দিতে হবে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫