Logo
×

Follow Us

স্বাস্থ্য

নারীদের ৩ জটিল রোগে সতর্ক থাকুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৯

নারীদের ৩ জটিল রোগে সতর্ক থাকুন

বেশ কিছু জটিল রোগ রয়েছে যেগুলো নারীদের হরহামেশাই ভুগতে দেখা যায়। অনেকে আবার সেই রোগগুলো লুকিয়ে থাকেন। অথবা অনেকে তেমন কিছু না ভেবে সেগুলোকে এড়িয়ে চলেন। কিন্তু এতেই ঘটতে পারে বিপত্তি।

বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক স্রাব, প্রদাহ, ইচিং– এসব গাইনি রোগ দেখা দিলে সাবধান হওয়া জরুরি।

১. ছত্রাকের কারণে সাধারণত ভ্যাজাইনায় সংক্রমণ হতে পারে। ক্যানডিডা নামের ছত্রাকের আক্রমণে এ সংক্রমণ হয়ে থাকে। নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা, ডায়াবেটিক, দীর্ঘদিন জন্মনিয়ন্ত্রক ওষুধ খাওয়া ও গর্ভাবস্থায় ছত্রাকের সংক্রমণ হতে পারে।

এছাড়া ইচিং, সাদাস্রাব, যৌন মিলনের সময় ব্যথা, লালচে ভাব, জ্বালাপোড়া, ব্যথা, ফোলা ও প্রদাহও হতে পারে।

২. নারীরা ট্রাইকোমোনিয়াসিস রোগে ভুগে থাকেন। বেশিরভাগ নারী এই রোগে ভোগেন। প্যারাসাইট ও অরক্ষিত যৌন সম্পর্কের কারণে এই রোগ হতে পারে। শুধু নারীরা আক্রান্ত হন এমন নয়। পুরুষেরও হলুদাভ সাদাস্রাব, যৌন সম্পর্কের সময় ব্যথা, প্রস্রাবের সময় ব্যথা, ইচিং ট্রাইকোমোনিয়াসের লক্ষণ।

৩. নারীরা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস নামের এই রোগে ভুগে থাকেন।

একের বেশি যৌনসঙ্গী, গর্ভাবস্থা ও যৌন সম্পর্কের সময় কনডম ব্যবহার না করার কারণে এ রোগ হতে পারে।

এসব সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫