বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৩তম এশিয়া-প্যাসেফিক আই কেয়ার উইক (অক্টোবর ৯ থেকে ১৫ অক্টোবর) উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
র্যালিতে চক্ষু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মো. জাফর খালেদ, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. শাহ নূর হাসান, সহকারী অধ্যাপক ডা. মো. আফজাল মাহফুজউল্লাহ, সহকারী অধ্যাপক ডা. নিরুপম চৌধুরী প্রমুখসহ চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অমথালমোলজি বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালিতে বক্তৃতায় উপাচার্য বলেন, চোখ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটির যত্ন নিতেই হবে। তাই সচেতনতা বাড়াতে এই আই কেয়ার উইক পালিত হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আই কেয়ার উইক মানববন্ধন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh