স্বাস্থ্যখাতে ‘অপ্রতুল বাজেট ও দুর্নীতি’ নিয়ে গোলটেবিল আলোচনা

বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ‘অপ্রতুল বাজেট-দুর্নীতির বেড়াজাল: স্বাস্থ্যখাতের রুগ্ণদশা’ শিরোনামে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

এই আলোচনার উদ্দেশ্য ছিল একটি সমতা ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক এবং জবাবদিহিতামূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যৌক্তিক মতামত সমূহ রাষ্ট্রের নীতিনির্ধারক কাছে পৌঁছে দেয়া। দেশের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান সমস্যা ও করণীয় নিয়ে বিশেষজ্ঞরা মত বিনিময় করেন এবং সার্বিক স্বাস্থ্যসেবার উন্নতির জন্য সংস্কারের কৌশল তুলে ধরেন।

বাংলাদেশের স্বাস্থ্যখাতের অপ্রতুল বাজেট ও দুর্নীতির বেড়াজালে আটকে পড়া বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ এই গোলটেবিল আলোচনায়, বিশেষজ্ঞরা স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যা বিশ্লেষণ করেন। এ আলোচনায়, যথাযথ ব্যবস্থাপনার অভাব এবং এই খাতের বিভিন্ন দুর্নীতি এবং তা নির্মূলে করণীয় ইত্যাদি বিষয়ে নীতিনির্ধারক, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও কর্মীসহ সংশ্লিষ্ট সকলকে একত্রিত করে, স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য যৌক্তিক সমাধান খুঁজে বের করার চেষ্টা করা হয়।

সুস্বাস্থ্যের বাংলাদেশের চেয়ারম্যান ডা. কাজী সাইফউদ্দীন বেননূর এর সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আমন্ত্রিত অতিথিদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ট্রেজারার অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর খান।

জনস্বাস্থ্যের ওপর বাজেটে অপ্রতুল বরাদ্দের প্রভাব বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল কনসালটেন্ট ডা. মো. আব্দুর রাজ্জাকুল আলম। এই খাতের বিভিন্ন দুর্নীতি ও এর ভূমিকা নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সিইও ডা. মো. শামীম হায়দার তালুকদার।

আলোচনায় অংশ নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের চেয়ারপারসন ডা. এম এইচ চৌধুরী লেলিন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম (লালা), সাবেক সংসদ সদস্য ড. নিলোফার চৌধুরী মনি, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এর অধ্যাপক ড. শাফিউন নাহিন শিমুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডা. মো. ওমর খৈয়ামসহ অন্যরা।

গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করেন জি-৯ এর সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় ডা. এম এইচ চৌধুরী লেলিন বলেন, আমাদের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ একেবারেই অপ্রতুল। এটি বাড়ানো হোক।

তিনি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, দেশে একটি স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন অতি জরুরি হয়ে পড়েছে। সেখানে পক্ষ সমূহের দ্বায়িত্ব ও দায় নির্ধারণ করা থাকবে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন সুমন বলেন, বাজেট ব্যয়ের ক্ষেত্রে যে দক্ষতা প্রয়োজন সেটিতে আমাদের ঘাটতি রয়েছে। বাজেট ব্যয়ের ক্ষেত্রে যদি দক্ষতার অভাব থাকে সেটিও কিন্তু অন্য একজনের জন্য দুর্নীতির সুযোগ করে দেয়।”

দক্ষতা বাড়াতে এরইমধ্যে প্রশিক্ষণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh