পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৬ পিএম
আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম
পিরোজপুরের ইন্দুরকানীতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ও স্বাস্থ্যকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার সরকারি ইন্দুরকানী কলেজ সংলগ্ন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলার বালিপাড়া বাজারের সাজু মেডিকেল হলের স্বত্বাধিকারী মো. সাকিল খান ও পরিচালনায় ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা সহ সভাপতি মাওলানা মো. আলতাফ হোসাইন।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বারডেম হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জিয়ানগর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম সোহাগ।
এছাড়াও বক্তব্য দেন বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজার মো. জাহাঙ্গীর মিলন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী মো. মামুন হোসেন ও মাওলানা মো. জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বকুল মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে উন্নতমানের যন্ত্রাংশ দিয়ে সেবা দেওয়া হয়। ২৪ ঘন্টা এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি। এছাড়াও চিকিৎসা সেবায় গরীব এবং অসহায় মানুষের জন্য দেয়া হয় বিশেষ ছাড়। সুতরাং আমাদের সকলের এই সেবা প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh