ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানির কর কমেছে

ক্যানস্যারের ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল আমদানির ওপর উৎস কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল রবিবার (২ মার্চ) এক প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, ক্যানসারের ওষুধ তৈরির উপাদান আমদানিতে উৎস কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হয়েছে।

এতে ক্যানসারের ওষুধের উৎপাদন খরচ ও দাম কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, 'এ সিদ্ধান্ত ক্যানসারের ওষুধ প্রস্ততকারক এবং রোগীদের জন্য খুবই উপকারী হবে। কারণ এতে ওষুধের উৎপাদন খরচ কমবে এবং ওষুধের দাম আরও সাশ্রয়ী হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশে ক্যানসারের ওষুধের দাম অন্য যেকোনো দেশের তুলনায় কম। কারণ পেটেন্ট বিধিনিষেধ ছাড়াই আমরা ওষুধের জেনেরিক সংস্করণ তৈরি করতে পারি।'

এ কারণে অন্যান্য দেশের ক্যানসার রোগীরা বাংলাদেশে তৈরি ওষুধ কিনতে চান বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশে তৈরি ক্যানসারের ওষুধের দাম সাশ্রয়ী হওয়ায় এবং উচ্চমানসম্পন্ন হওয়ায় ইউরোপ ও অস্ট্রেলিয়াসহ উন্নত দেশে রপ্তানি করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh