বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আতঙ্কিত পুরো বিশ্ববাসী। এ থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক শহর লকডাউন করা হচ্ছে। আক্রান্ত রোগীদের বাধ্যতামূলক করা হচ্ছে কোয়ারেন্টিন।
তবে অনেকেই স্বাস্থ্যগত পরিস্থিতি অবনতি হওয়ায় নিজ উদ্যোগে কোয়ারেন্টিনে আছেন।
সম্প্রতি নন্দিত পপস্টার ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছেন। আর এ ভিডিও নিয়ে চলছে তোলপাড়।
ওই ভিডিওতে ম্যাডোনা করোনাভাইরাস সম্পর্কে তার অনুভূতি বর্ণনা করেছেন।
ভিডিওতে ম্যাডোনাকে দেখা যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি বাথটাবের ভেতরে, তার শরীরের ওপরে ফুলের পাপড়ি ছড়ানো।
তিনি কথা বলছিলেন কিভাবে এই বিশ্ব মহামারি মানুষের জীবন বদলে দিয়েছে। কিভাবে এই মহামারির মাধ্যমে সব মানুষ একই কাতারে নেমে এসেছে।
তিনি আরো বলেছেন, এইটাই হলো করোনাভাইরাসের সবচেয়ে ভালো দিক, এই ভাইরাস আমাদের সবাইকে একই কাতারে নামিয়ে এনেছে।