
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার ফ্রেড দ্য গডসন (৩৫)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
ফ্রেড দ্য গডসনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানন তার বন্ধু ডিজে সেলফ।
তিনি লেখেন, ‘ফ্রেডকে সবাই ভালোবাসতো এবং তার সম্পর্কে কোনো খারাপ কথা শুনিনি। তোমার আত্মা শান্তি পাক। চিরনিদ্রায় শায়িত থাকো আমার ভাই।’
এর আগে ফ্রেড দ্য গডসন’র করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্ত্রী জানিয়েছিলেন, তার গায়ক স্বামীর শারীরিক অবস্থা ভালো নেই। যদিও মাঝে গডসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে শোনা গেছে। শেষপর্যন্ত করোনার বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় হয় গায়কের।
এমাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে গডসনের মুখে অক্সিজেন লাগানো অবস্থায় নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমি এই কভিড-১৯ আক্রান্ত হয়ে এখানে আছি! দয়া করে আমার জন্য সকলে প্রার্থনা করবেন।’