
প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন মার্কিন মডেল জিজি হাদিদ। প্রেমিক জাইন মালিক তার সন্তানের বাবা।
এ খবরটি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালকন’ শো থেকে জানা যায়।
পিপল ডটকম জানান, ২৫ বছর বয়সী এই সুপারমডেল নিজের বাড়ি থেকেই ‘দ্য টুনাইট শো’তে যুক্ত হন। বৃহস্পতিবার অনুষ্ঠানের চুম্বক অংশে খবরটি প্রকাশ হয়। সেখানেই সঞ্চালক জিমি জানান, হাদিদ ও মালিকের এই সুখবর শুনে তিনি খুবই উচ্ছ্বসিত।
জিজি হাদিদ জানান, সোশ্যাল ডিসটেন্সিং-এর এই সময়টা তার ভালোই কাটছে বাড়িতে। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে।
জিজি হাদিদ ২০১৩ সালে আন্তর্জাতিক মডেল পরিচালন সংস্থা আইএমজি মডেলস- এর সাথে চুক্তিবদ্ধ হন। ২০১৪ সালের নভেম্বরে, মডেলস ডট কমের সেরা ৫০ জন মডেলের তালিকায় ছিলেন তিনি। ২০১৬ সালে ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলে বছরের সেরা আন্তর্জাতিক মডেল হিসেবে তার নাম প্রকাশ করা হয়।