Logo
×

Follow Us

হলিউড

নিজের বায়োপিক নিয়ে ম্যাডোনা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪

নিজের বায়োপিক নিয়ে ম্যাডোনা

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা পপস্টার ম্যাডোনা এবার হাজির হচ্ছে নিজের বায়োপিক নিয়ে। 

সম্প্রতি সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ম্যাডোনা নিজের জীবনের গল্পে নির্মিত একটি সিনেমা পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তা-ই নয়, নাম ঠিক না হওয়া সিনেমাটির সহকারী চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন ৬২ বছর বয়সী এই পপস্টার।  

এদিকে, এরইমধ্যে সিনেমাটি নির্মাণের জন্য এরই মধ্যে ইউনিভার্সেল পিকচার্সের সঙ্গে চুক্তি সেরেছেন ম্যাডোনা। সিনেমাটির প্রযোজনার দায়িত্ব পেয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান প্যাসকেল পিকচার্সের কর্ণধার এমি প্যাসকেল।

জানা গেছে, সিনেমাটিতে দেখা যাবে ম্যাডোনার সংগ্রামী জীবন, তারকা হয়ে ওঠার গল্প ও ঘটনাবহুল বিষয়গুলো। তবে, সিনেমাটিতে ম্যাডোনা চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন, সে ব্যাপারে এখনো কোনো তথ্য জানা যায়নি।

এর আগে, ম্যাডোনা ২০০৮ সালে ‘ফিলথ অ্যান্ড উইসডম’ এবং ২০১১ সালে ‘ডব্লিউ.ই’ শিরোনামে দুটি সিনেমা পরিচালনা করেছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫