Logo
×

Follow Us

বিনোদন

চড় বিতর্ক নিয়ে কী লিখলেন উইল স্মিথ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৪:২৩

চড় বিতর্ক নিয়ে কী লিখলেন উইল স্মিথ

মঞ্চে উঠে ক্রিস রককে চড় কষিয়ে দেন উইল স্মিথ। ছবি : বিবিসি

সব ছাপিয়ে ৯৪তম অস্কার পুরস্কার অনুষ্ঠানের একটি ঘটনা সামনে চলে আসে। স্ত্রীকে নিয়ে চটুল রসিকতার ‘শাস্তি’ হিসেবে মঞ্চে উঠে গিয়ে সঞ্চালক তথা কমেডিয়ান ক্রিস রককে সপাটে একটি চড় মেরেছিলেন অভিনেতা উইল স্মিথ। 

তার এই আচরণের জন্য এবার ক্রিস রক ও অস্কার কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইলেন অস্কার জয়ী অভিনেতা।

ইনস্টাগ্রামে স্মিথ লিখেছেন, ‘আমি প্রকাশ্যে আপনার কাছে ক্ষমা চাইছি ক্রিস। আমি সীমা অতিক্রম করে গিয়েছিলাম এবং আমি ভুল করেছি। আমার কর্মকাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যে ধরনের মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়।’

তিনি লিখেছেন, ‘হিংসা মাত্রই ক্ষতিকারক ও ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না, ক্ষমাহীন অপরাধ করেছি। কৌতুক আমাদের পেশার অংশ। কিন্তু জেডার শারীরিক অবস্থা নিয়ে মজা করা আমার পক্ষে সহ্য কঠিন ছিল এবং আমি আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম, যা ঠিক হয়নি।’

স্মিথ আরো লিখছেন, ‘আমার এই ব্যবহার বিশ্ব জুড়ে যারা দেখেছেন, তাদের কাছে ক্ষমা চাইছি । ক্ষমাপ্রার্থী অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক ও সব অংশগ্রহণকারীর কাছে। উইলিয়ামস পরিবার ও কিং রিচার্ড পরিবারের কাছেও অপরাধ কবুল করছি। অস্কারের আলোকজ্জ্বল মঞ্চে আমার এ হেন আচারণ একটি দাগ ফেলে গিয়েছে। যা ক্ষমাহীন অপরাধ।’

‘কিং রিচার্ড’ ছবির রিচার্ড উইলিয়ামস চরিত্রে অভিনয়ের জন্য স্মিথ পেলেন সেরা অভিনেতার পুরস্কার। যুক্তরাষ্ট্রের টেনিস তারকা দুই বোন ভেনাস ও সেরেনা ইউলিয়ামসের বাবার ভূমিকার অভিনয় করে এ পুরস্কার পান স্মিথ।

জেডা পিনকেট স্মিথের কামানো মাথাকে ইঙ্গিত করে ক্রিস রক বলেছিলেন, ‘জেডা, জিআই জেন টু-এর জন্য আমার আর তর সইছে না। এই রসিকতার পরেই উইল স্মিথ মঞ্চে উঠে যান এবং ক্রিসকে চড় মেরে বসেন। নিজের আসনে ফিরে আসার সময়ে উইল চিৎকার করে বলছিলেন, ‘তোমার ...(প্রকাশে অযোগ্য গালি) মুখ থেকে আমার স্ত্রীর নাম উচ্চারণ করা বন্ধ রাখো।’

পিনকেট স্মিথ আগেই তার একটি অসুখের কথা জানিয়েছেন - অ্যালোপেসিয়া নামে এই রোগের কারণে তার চুল পড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়েছে। এ কারণে তিনি মাথা কামিয়ে রাখেন।

ক্রিস রক জানিয়েছিলেন, উইল তাকে মারলেও তার বিরুদ্ধে কোনো মামলা করবেন না। কোনো রকম আইনি পদক্ষেপ নেবেন না। তবে একাডেমি পুরস্কার কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি নিয়ে নিজেদের মতো করে তদন্ত শুরু করেছে।

এছাড়া অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় উইল স্মিথের প্রতি আনুষ্ঠানিকভাবে নিন্দা জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫