Logo
×

Follow Us

বিনোদন

মামলায় ‘আঙুরের বাগান’ জিতলেন জোলি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ২২:৫৯

মামলায় ‘আঙুরের বাগান’ জিতলেন জোলি

ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ফাইল ছবি

ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই চলছে হলিউডের সাবেক দম্পতি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে। ২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি। বাগানটিতে তাদের যৌথ মালিকানা ছিল। ২০০৮ সালে বাগানটি কিনে নেন জোলি ও পিট। 

বিচ্ছেদের পর জোলি বাগানে নিজের অংশটুকু তৃতীয় পক্ষকে বিক্রি করে দেন। এরই জের ধরে আইনি লড়াইয়ে নামেন পিট। তার দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি।

গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক পিট ও তার দলকে সংশ্লিষ্ট নথি দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, নথিপত্র জমা দিতে অনিচ্ছুক ছিলেন পিট। আদালতের নির্দেশকে জোলির জয় হিসেবেই দেখা হচ্ছে।   

২০০৫ সাল থেকেই সম্পর্কে ছিলেন জোলি ও পিট। তাদের একসাথে ছয়টি সন্তান আছে। বিয়ের দুই বছর পর ২০১৬ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫