
পিট ডেভিডসন ও কিম কার্দাশিয়ান। ছবি- সংগৃহীত
নয় মাস আগে কমেডিয়ান পেট ডেভিডসনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মার্কিন রিয়েলিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ান। তবে সেই প্রেম গত সপ্তাহেই বিচ্ছেদে রূপ নিয়েছে।
মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
তবে এ বিষয়ে এই জুটির মুখপাত্রদের কেউ-ই মন্তব্য করেননি।
গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর ২০২১ সালের অক্টোবরে ‘‘সাটারডে নাইট লাইভ’’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। ক্যামেরার সামনেই পিটের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছিল কিমকে। এর পর আনুষ্ঠানিক ভাবে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন দু’জন।
তবে ৪১ বছরের কিমের সঙ্গে ২৮ বছরের কৌতুকশিল্পী পিটের ইদানীং দেখা-সাক্ষাৎ একেবারেই কমে গিয়েছিল। কাজের সূত্রে দু’জন দু’প্রান্তে থাকতেন। দাবি, অসম্ভব ব্যস্ততাই দুই তারকার মধ্যে দূরত্ব বেড়ে গিয়েছিল। তাই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
২০১২ সাল থেকে কেনি ওয়েস্টের সাথে ছিলেন কিম। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তবে নতুন প্রেমের পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট।
সম্প্রতি গুঞ্জন চাউর হয়, তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। এরইমধ্যে ২৮ বছর বয়সী পেট ডেভিডসনের সঙ্গে ৪১ বছর বয়সী কিমের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে।