জোকার সিনেমার সিক্যুয়েল ‘জোকার : ফোলি এ ডিউক্স'-এর সবচেয়ে বড় চমক হলিউডের জনপ্রিয় পপস্টার ও অভিনেত্রী লেডি গাগা। অভিনেত্রীকে দেখা যাবে হার্লি কুইন চরিত্রে।
গতকাল শনিবার (২৫ মার্চ) শুটিং সেটে তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে গাগাকে দেখা গেছে নতুন লুকে। যা দেখে নেটিজেনদের চোখ কপালে।
জানা গেছে ম্যানহ্যাটন সিটি হলে চলছিল ছবির শুটিং। সেখানেই তোলা হয়েছে ছবিগুলো। সেসময়ে লেডি গাগার সাথে ছিলেন সিনেমার আরো কিছু চরিত্র। পুলিশের পোশাকেও দেখা গেছে কিছু শিল্পীকে।
ছবিগুলোতে হার্লি কুইন লুকে লেডি গাগার পরনে ছিল লাল জ্যাকেট, দাবার ছকের প্রিন্টের টপ এবং কালো স্কার্ট। ওমব্রে ব্লন্ড চুল, লাল লিপস্টিক এবং ক্লাউন ইন্সপায়ার্ড আই মেকআপে গাগাকে দেখে সিনেমাটিকে ঘিরে ভক্তদের আগ্রহ বেড়ে গেছে বহুগুণে।
গতবারের মতো ‘জোকার : ফোলি এ ডিউক্স’ ছবিতেও জোয়াকিন ফিনিক্স থাকছেন আর্থার ফ্লেক চরিত্রে। জোয়াকিন ও লেডি গাগা ছাড়াও থাকছেন ব্রেন্ডন গ্লিসন ও ক্যাথেরিন কিনার।
সিনেমার কিছু অংশের শুটিং প্লটে আরখাম অ্যাসাইলাম দেখানো হবে বলে জানা গেছে। ‘জোকার : ফোলি এ ডিউক্স’ মুক্তি পাবে ২০২৪ সালে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh