মার্কিন পপগায়িকা টেইলর সুইফটের দুনিয়া মাতানো কনসার্ট সিনেমা পর্দায় দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।
আজ শুক্রবার (৩ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’।
বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় পপগায়িকা টেইলর সুইফটের অনেক ভক্ত রয়েছেন বাংলাদেশেও। সিনেমাটি মুক্তির খবরে তাই উচ্ছ্বসিতই হবেন দেশের ভক্তরা।
টেইলর সুইফটের সাড়া জাগানো মিউজিক্যাল ট্যুর নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন স্যাম রেঞ্চ। গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুসারে, অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ১০ কোটি ডলার আয় করেছে। উত্তর আমেরিকার ৩ হাজার ৮৫০টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘টেইলর সুইফট: দ্য ইরাস ট্যুর’। তাছাড়া বিশ্বের আরও ৯০টি দেশের ৪ হাজার ১৫০টি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। হলিউডের বাইরের বাজার থেকে সিনেমাটি ৩-৫ কোটি ডলার আয় করেছে।
গত ৬০ বছরে টেইলরই প্রথম শিল্পী, যার চারটি অ্যালবাম একসঙ্গে জায়গা করে নিয়েছে বিলবোর্ডের সেরা দশের তালিকায়। যার মধ্যে অ্যান্টি-হিরো গানটি বিলবোর্ডের সেরা দশে এখনও অবস্থান করছে। এক সফরের কল্যাণেই আনুষ্ঠানিকভাবে বিলিয়নিয়ার বনে গেছেন সংগীত তারকা টেইলর সুইফট। এই গায়িকার মোট সম্পদ এখন ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টেইলর সুইফট মার্কিন গায়িকা দ্য ইরাস ট্যুর হলিউড
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh