
মনিকা বেলুচ্চি। ছবি: সংগৃহীত
অভিনয়ের চেয়ে বেশি রূপের জাদু দিয়ে ভক্তদের কাছে পরিচিতি পান জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মনিকা বেলুচ্চি। একই সঙ্গে ক্যারিয়ারে খোলামেলা অভিনয়ের জন্য তিনি ‘ম্যালেনা’ সিনেমা দিয়ে আলোচনা ও সমালোচনার মুখোমুখি হন। ‘ইরিভারসিবল’, ‘আন্ডার সাসপিসিওন’ সিনেমাগুলোতে অভিনয়ের পাশাপাশি তিনি নগ্নতার জন্য বিতর্কিতও হন। তবে সমালোচনা বা বিতর্ককে কখনোই তিনি পাত্তা দেননি।
চলচ্চিত্রে চরিত্রের প্রয়োজনে নগ্ন হবার ব্যাপারে তার স্বাচ্ছন্দ্য নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘নগ্নতা নিয়ে আমার স্বাচ্ছন্দ্যের একটি কারণ এই যে আমি ইউরোপীয়, এবং আমার শরীরের সাথে আমার সম্পর্ক অনেক ভালো। নগ্নতাকে ভয় পাবার কী আছে? নগ্নতা একটি বিশুদ্ধ ব্যাপার, তা না হলে মিকেলাঞ্জেলো বা রাফায়েলোর মতো শিল্পীরা নগ্নতা নিয়ে এত আগ্রহী ছিলেন কেন? নগ্নতা যেন ম্যাজিকের মতো।’
ইতালিয়ান এই অভিনেত্রী ৫০ বছর বয়সে এসেও সুন্দরীদের মধ্যে শীর্ষ তালিকায় ছিলেন। তাকে সবচেয়ে বেশি শুনতে হয়, বয়স কত! এবার তিনি ৬০ বছর বয়সে পড়লেন। এখনো যেন বয়স তাকে ছুঁতে পারেনি। ‘এজ ইজ জাস্ট আ নাম্বার’—এ কথা মনিকা বেলুচ্চির ক্ষেত্রে বলাই যায়।
বন্ধুদের কথায় মাত্র ১৩ বছর বয়সেই তিনি মডেলিং শুরু করেন। দেখতে আবেদনময়ী হওয়ায় তাকে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক মডেলিং করতে থাকেন। ভাগ্য খুলে যায়। মাত্র ১৬ বছর বয়সে তার প্রেমে পড়েন মডেলিং জগতের অনেকে।