মা হলেন জনপ্রিয় অভিনেত্রী

গতবছর বক্স অফিসে একের পর এক রেকর্ড করেছিল গ্রেটা গারউইক পরিচালিত ‘বারবি’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন হলিউড অভিনেত্রী মার্গট রবি। বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করেছিলেন এ অভিনেত্রী। এবার ভক্তদের তার নতুন অধ্যায়ের খবর জানালেন তিনি। জানা গেল মা হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন ‘বারবি’ খ্যাত এই তারকা। মার্গট রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান।

জানা গেছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগেই মা হয়েছেন অভিনেত্রী। হঠাৎ আগেই অসুস্থ হয়ে যান রবি। তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে।

চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। জুলাই মাসে স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে।

উল্লেখ্য, ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম পরিচয় ব্রিটিশ প্রযোজক টম একারলি ও রবির। মার্গো ছিলেন এ সিনেমার অভিনেত্রী আর টম ছিলেন সহকারী পরিচালক। এ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই দম্পতি। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh