ব্রিটিশ রাজপরিবারের সাসেক্সের ডিউক যুবরাজ হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। জানা যাচ্ছে, প্রিন্স হ্যারি এবং মেগানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। হ্যারির স্ত্রী মেগান মার্কেল মার্কিন অভিনেত্রী। তাদের বিয়ে হয় ২০১৮ সালে। তবে তাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল এর দুই বছর আগে ২০১৬ সালে।
হ্যারি মিস ডায়নার ছোট
ছেলে। ডায়নার বিয়ে ভাঙা, মৃত্যু নিয়ে আর নতুন কিছু বলার দরকার নেই। তবে এবার রয়্যাল
এক্সপার্টের দাবি, বিয়েটা সুখের হল না ডায়নার ছোট ছেলেরও।
মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারিকে চলতি বছরে খুব কম দেখা
গিয়েছে জনসম্মুখে। দ্য মিরর ইউএস-এর একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে ফের একবার ইংল্যান্ডের
রাজ পরিবারে বিয়ে ভাঙার খবর। যেখানে একজন রয়্যাল এক্সপার্ট দাবি করেছেন যে, দুজন তাদের
ব্যক্তিগত ক্যারিয়ার এবং জনহিতকর উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছেন। সেখানে আরও বলা হয়েছে
যে, দুজনে একে অপরের থেকে 'দূরে সরে যাচ্ছে'।
২০২৪ সালে হ্যারি ও মেগানকে আগের বছরগুলোর তুলনায় বেশ কম
একসঙ্গে দেখা গেছ। বছরের শুরুতে দুজন একটি ভিডিও বার্তার মাধ্যমে শিশুদের অনলাইন নিরাপত্তার
গুরুত্ব নিয়ে কথা বলেন, আর দ্বিতীয়বার আগস্টে তাদের কলম্বিয়া সফরের সময়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh