দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া। সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘সিকন্দর কা মুকদ্দর’। হালে আবেদনময়ী চরিত্রে দেখা গেলেও নীরজ পান্ডের এ ছবিতে তাকে পুরোপুরি গ্ল্যামারহীন চরিত্রে দেখা গেছে। চলতি বছর ‘স্ত্রী ২’ সিনেমায় তার আইটেম গান ‘আজ কী রাত’ রীতিমতো ঝড় তুলেছিল।
এছাড়া ওয়েব সিরিজ ‘জি করদা’ ও ওয়েব ছবি ‘লাস্ট
স্টোরিজ ২’-এ তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি পর্দায় অন্তরঙ্গ দৃশ্য
নিয়ে কথা বলেছেন দক্ষিণি নায়িকা।
ক্যারিয়ারের শুরু থেকে অভিনয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে
চলতেন তিনি। পর্দায় চুমুর দৃশ্যে অভিনয় করতেন না; অন্তরঙ্গ দৃশ্য আছে, এমন সিনেমা করতেও
আপত্তি ছিল। তবে সেই তামান্না গত বছর থেকে আবেদনময়ী রূপে হাজির হচ্ছেন। নিয়ম ভেঙ্গে
নতুনভাবে রীতিমতো চমক দেখালেন।
এদিকে পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করলেও নগ্ন হতে রাজি নন
তামান্না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্দায় নগ্নতার কোনো প্রশ্নই আসে না।’ তামান্নার
সঙ্গে সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি।
তিনি তামান্নাকে প্রশ্ন করেন, যদি কোনো আন্তর্জাতিক ছবিতে
শৈল্পিকভাবে নগ্ন দৃশ্য তুলে ধরা হয়, তাহলেও কি তিনি রাজি হবেন না? সেই প্রশ্ন শুনে
কিছুটা ভেবে তামান্না বলেন, ‘আমি এটাই বলতে চাইছি। আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে হয়তো
ঠিক আছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তামান্না ভাটিয়া সাহসী দৃশ্য দক্ষিণি তারকা
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh