পর্দায় আজকাল অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারলেই তাকে সাহসী
তকমা দেওয়া হয়। হলিউড ও বলিউডে অনেকেই এখন খোলামেলা দৃশ্যে অভিনয় করতে আগ্রহী। তবে
এটি নিয়ে অনেকে সমালোচনার মুখেও পড়েন। অভিনেত্রী নিকোলা ককলিনও অন্তুরঙ্গ দৃশ্যে অভিনয়
করে বিপাকে পড়েন বলে জানান। খোলামেলা দৃশ্য দেখে রেগে আগুন যান তার মা।
নিকোলা ককলিন অভিনীত সিরিজ ‘ব্রিজারটন’। ২০২০ সালে প্রচার শুরুর পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় ব্রিটিশ সিরিজটি। গল্প, নির্মাণ, অভিনয় ছাড়াও সিরিজটির অন্তরঙ্গ দৃশ্য নিয়েও ব্যাপক আলোচনা হয়।
সম্প্রতি ‘দ্য গ্রাহাম নরটন শো’তে হাজির হয়ে ককলিন বলেন, ‘এসব দৃশ্য নিয়ে মায়ের সঙ্গে অনেক চিৎকার–চেঁচামেচি করেছি। তিনি প্রচণ্ড রেগে গিয়েছিলেন। মনে হচ্ছিল, আমি বড় একটা ভুল করে ফেলেছি। মা আয়ারল্যান্ডে এক রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন। তিনি সিনেমা–সিরিজে এসব দৃশ্য দেখে অভ্যস্ত নন।’
এর আগে ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্টকে সিরিজটির অভিনেত্রী নিকোলা ককলিন জানিয়েছেন, ‘ব্রিজারটন’-এ চুক্তিবদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্ত দিয়েছিলেন।
সাক্ষাৎকারে নিকোলা ককলিন জানিয়েছেন, মাকে নতুন কিস্তির একটি আলাদা সংস্করণ দেখাবেন তিনি। যেখানে অন্তরঙ্গ দৃশ্যগুলো কাটছাঁট করা থাকবে। তিনি বলেছিলেন, ‘বিষয়টি আমার চুক্তিতে শর্ত হিসেবে লেখা আছে। অনেকে হয়তো মনে করবেন, আমি মজা করছি। আসলে তা নয়। আমি বড় হয়েছি আইরিশ ক্যাথলিকে। আমরা এভাবেই বিষয়টিকে দেখি।’ তবে তার সাম্প্রতিক কথা শুনে মনে হচ্ছে, মায়ের কাছ থেকে দৃশ্যগুলো লুকাতে পারেননি তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নিকোলা ককলিন ব্রিজারটন অন্তরঙ্গ দৃশ্য
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh