গত ৬ আগস্ট মুক্তি পায় মার্কিন অভিনেত্রী ব্লেক লাইভলি অভিনীত ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাটি। তার সঙ্গে অভিনয় করেন জাস্টিন বালডোনি, রোমান্টিক ড্রামা ঘরানার নির্মাতাও তিনি। সিনেমাটি মুক্তির পর সহ-অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার একটি আদালতে মামলা করেছেন ব্লেক লাইভলি।
‘ইট এন্ডস উইথ আস’ সিনেমার দৃশ্যে জাস্টিন বালডোনি ও ব্লেক লাইভলি
অভিযোগে ব্লেক বলেন, বালডোনি আপত্তিকরভাবে তার ওজন নিয়ে কথা বলেন, আলোচনায় অপ্রয়োজনীয়ভাবে যৌন প্রসঙ্গ টেনে আনেন। ৩৭ বছর বয়সী অভিনেত্রী আরও বলেন, ছবির শুটিংয়ের সময় অন্য শিল্পী ও কলাকুশলীর সামনে বালডোনির কথায় পর্নোগ্রাফি নিয়ে তার আসক্তির কথা প্রকাশ পায়। এ ছাড়া তিনি নারীদের শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বালডোনি অযাচিতভাবে নিজের যৌন–জীবন নিয়েও আলোচনা করতেন বলে অভিযোগ ব্লেকের।
অভিনেত্রী আরও বলেন, সিনেমার শুটিংয়ে বালডোনি আপত্তিকর আলোচনা করেছেন এবং চিত্রনাট্যের বাইরে যৌন দৃশ্য যোগ করার পরিকল্পনা করেছেন। এ ছাড়া নানাভাবে তার সুনাম হানির চেষ্টা করেছেন। তবে এক বিবৃতিতে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালডোনির আইনজীবী। এসব অভিযোগ তিনি ‘ভুয়া ও আপত্তিকর’ বলে অবহিত করেন। উল্টো বালডোনির আইনজীবী অভিযোগ করেন, সিনেমার সেটে ব্লেকের সঙ্গে কাজ করা খুবই কঠিন ছিল। তিনি বারবার ছবির প্রচারে অংশ না নেওয়ার হুমকি দিয়েছেন, যার প্রভাব মুক্তির পরে সিনেমার ব্যবসায় পড়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্লেক লাইভলি জাস্টিন বালডোনি যৌন হয়রানি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh