Logo
×

Follow Us

লাইফস্টাইল

পূজায় নিজেকে সেরা দেখাতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ১০:৫৬

পূজায় নিজেকে সেরা দেখাতে

পূজার মেকআপ। ছবি: সংগৃহীত

উৎসবে নিজেকে সুন্দর দেখাক, সবাই চায়। পূজা তো চলেই এসেছে। পূজায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হয়, তাই নিতে হবে নিজের ত্বক, চুল আর শরীরের যত্ন। আর ত্বক ভেতর থেকে সুন্দর থাকলেই মেকআপ হবে নজরকাড়া। এদিকে পূজার সময় বৃষ্টি, রোদ আর ভ্যাপসা গরম থাকে। এমন আবহাওয়ায় দীর্ঘ সময় ধরে কীভাবে মেকআপ ভালো রাখবেন? 

সবার আগে মুখ ভালো করে পরিষ্কার করতে হবে। ফেসওয়াশ করার পর বাটিতে কয়েক টুকরা বরফ আর ঠান্ডা পানি নিয়ে তাতে কিছুক্ষণ মুখ চুবিয়ে রাখুন। কয়েক টুকরা বরফ মুখে ঘষেও নিতে পারেন। এর পর মুখ না মুছে পানি এমনিই শুকাতে দিন। 

এ বার পরিষ্কার মুখে টোনার লাগান। বেশি গ্লো চাইলে পছন্দের সিরামও লাগাতে পারেন। তবে ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। এই কয়েকটি ধাপেই মেকআপের জন্য ত্বক প্রস্তুত হয়ে গেল। এর পর ওয়াটার প্রুফ প্রাইমার ব্যবহার করুন। কেবল প্রাইমার নয়, লাইনার থেকে শুরু করে মেকাপের অন্যান্য সামগ্রীও চেষ্টা করুন ওয়াটার প্রুফ ব্যবহার করার। প্রাইমার লাগানো হয়ে গেলে শুরু করুন মেকআপ।

প্রথমে গোটা মুখে কয়েক ফোঁটা ফাউন্ডেশন লাগিয়ে নিন। তার পর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে মেশান। ফাউন্ডেশনের পরিবর্তে সিসি বা বিবি ক্রিমও ব্যবহার করতে পারেন। 

রোদ-গরমের এই সময় ব্যবহার করুন লং লাস্টিং, ওয়াটার প্রুফ মাসকারা, আইলাইনার ও কাজল। কাজল পরার পর হালকা করে পাউডার পাফ করে নিতে পারেন। এই ট্রিকেও কাজল দীর্ঘস্থায়ী হবে।

লিপস্টিকের ক্ষেত্রেও লং লাস্টিং লিপস্টিক ব্যবহার করুন। ম্যাট লিপস্টিকও ব্যবহার করতে পারেন। লিপস্টিক ব্যবহারের আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। তাতে সুন্দর শেপ পাবে ঠোঁট।

মেকআপ শেষে মুখে সেটিং স্প্রে লাগিয়ে নিতে হবে। এ ছাড়া সঙ্গে পাফ রাখুন। মুখ ঘেমে গেলে হালকা করে পাফ করে নিন। তা হলেই দীর্ঘ সময় থাকবে মেকাপ। 


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫