
রঙিন কসমস ফুল।
ফুল ভালোবাসে সবাই। ফুলের সমারোহে মুগ্ধ হয়। আপনি যদি শীতকালে সুঘ্রাণ ও মুগ্ধতায় নিজেকে মাতিয়ে রাখতে চান, তাহলে লাগাতে পারেন কিছু শীতকালীন ফুল। এগুলো আপনাকে শুষ্কতা ভুলিয়ে প্রফুল্লতা দেবে। দেবে প্রশান্তি।
জানুন যে গাছগুলো শীতকালে লাগাবেন তা সম্পর্কে:
ক্যালেন্ডুলা
ক্যালেন্ডুলা শীতকালীন ফুলের মধ্যে অন্যতম। এটি সাধারণত পট গাঁদা হিসেবে পরিচিত।
বাগানে বা যেকোনো জায়গায় চাষ করা যায়। ক্যালেন্ডুলা ফুলগুলো গাঢ় কমলা, হলুদসহ বিভিন্ন রঙের হয়ে থাকে।
পিটুনিয়া
খুব পরিচিত শীতকালীন ফুল হলো পিটুনিয়া। এটি রক্তিম লাল, গোলাপি, সাদা, বেগুনিসহ বিভিন্ন রঙের হয়। বাগানের মাটিতে এই গাছ খুব ভাল হয়।
তবে বেশ পরিচর্যা করতে হয়। প্রথম অবস্থায় গাছ বসানোর পর সাত দিন ছায়ায় রাখতে হয়। নিয়মিত পানি দিতে হয়। তবে মাটি ভেজা থাকলে পানি না দেওয়াই ভাল। পিটুনিয়া ফুলের জন্য হালকা রোদ উপকারি। তুখোড় রোদে একে না রাখায় ভালো।
ক্যামেলিয়া
ক্যামেলিয়া দেখতে অনেকটা গোলাপের মতো। তাই ক্যামেলিয়া ফুলকে 'শীতের গোলাপ' বলা হয়। এই গাছ না ছাঁটলে প্রায় ২০ ফুট উঁচু হয়।
ক্যামেলিয়া বাগানে কিংবা বারান্দায় লাগালে খেয়াল রাখবেন, গাছের গোড়ায় যেন পানি না জমে।
ডালিয়া
শীতকালীন ফুলের মধ্যে ডালিয়ার জুড়ি নেই। লাল, হলুদ, মেরুন বিভিন্ন রঙের এবং বিভিন্ন জাতের হয়। যেমন সিংগেল ডালিয়া, কলারেট ডালিয়া, স্টার ডালিয়া, ডেকোরেটিভ ডালিয়া, অ্যানেমনি ডালিয়া, স্টারলেট কুইন, হোয়াইট ষ্টার, ক্যাকটাস ডালিয়া ইত্যাদি।
এর আকার, গঠন, পাপড়ির সৌন্দর্য মানুষকে সহজেই মুগ্ধ করে।
কসমস
মেক্সিকো থেকে আসা এই ফুল বিশ্ববিখ্যাত। ফুলগুলো গোলাপি, সাদা, বেগুনি বিভিন্ন রঙের হয়। সাধারণত এটিকে কসমস বা মেক্সিকান এস্টার বলা হয়।
কসমস গাছ ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। শীত মৌসুমে এর চাহিদা অত্যন্ত বেশি থাকে।
গাঁদা
শীতকালীন ফুলের মধ্যে বেশ জনপ্রিয় ফুল হল গাঁদা। দোআঁশ, এঁটেল, বেলে দো-আঁশ বা পলি মাটিতে গাঁদা ভাল হয়। সূর্যের তুখোড় আলোয় এদের ফলন ভাল হয়।
গাঁদা ফুলের জন্য দিনে অন্তত পাঁচ-ছয় ঘণ্টা সূর্যের আলো দরকার।