অনিন্দ্য শুভ
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম
আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
দিনের সকল ক্লান্তি নিমিষেই দূর করে দিতে পারে পরিপাটি ও গোছানো ঘর। আর সেই ঘর যদি হয় ফুলে ফুলে সাজানো তবে যেন তা সোনায় সোহাগা। অন্যরকম একটি প্রশান্তি সব ক্লান্তি ধুয়ে মনকে করে তোলে চাঙা। ঘরের শ্রী বৃদ্ধির গুরুত্বপূর্ণ একটি উপাদান এই ফুল। ঘরের কোথায় কেমন হবে ফুলের সাজ? অনেকেই ভেবে পান না। তাদের জন্য এই আয়োজন।
শুরুটা হতে পারে সদর দরজা থেকে। ঘরের ফটকে বড় মাটির ফুলদানিতে সাজিয়ে রাখা যেতে পারে বড় ডাঁটাওয়ালা ফুল। এ ছাড়া ঝুলন্ত ফুলদানিও রাখা যায়। দরজার সামনে ঝুলিয়ে রাখা যেতে পারে গোলাপ লিলিসহ নানা প্রিয় ফুল। যেন ঢুকতেই চোখের পাশাপাশি মন জুড়িয়ে যায়।
ফুল দিয়ে ঘর সাজাতে ফুলদানির দিকেও আলাদা নজর রাখা উচিত। সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের পাশাপাশি ফুলদানিও সমান গুরুত্বপূর্ণ। বাজারে রয়েছে বিভিন্ন ধরনের ফুলদানি। সেখান থেকে ঘরের বিভিন্ন স্থানের জন্য মানানসই ফুলদানি ব্যবহার করা যেতে পারে। আজকাল বাঁশের ফুলদানির বেশ কদর। বিভিন্ন ধরনের পাওয়া যায়। এগুলো টেবিলের ওপর শো পিসের মতো সাজিয়ে রাখা যায়। শোয়ার ঘরেও রাখা যেতে পারে। তবে বাঁশের ফুলদানিতে আসল ফুল নয়, নকল ফুল রাখতে হবে। কেননা এটিতে পানি রাখা যায় না। অন্যদিকে তাজা ফুল সতেজ রাখতে প্রয়োজন পানি।
অনেকে বসার ঘর সাজানো নিয়ে বেশি দ্বিধায় থাকেন। ঠিক কী দিয়ে সাজাবেন বুঝে উঠতে পারেন না। তারাও নির্ভর করতে পারেন ফুলের ওপর। বড় ফুলদানিগুলো রাখতে পারেন জানালা, সোফা ও দেয়াল ঘেঁষে। তাতে সাজিয়ে রাখতে পারেন সূর্যমুখী ফুল। এর উজ্জ্বল রঙ ঘরের শোভা বাড়াবে। বসার ঘরে ফুল রাখার উপযুক্ত স্থান সোফার সামনের সেন্টার টেবিল। এর সঙ্গে মানানসই ফুলদানি রেখে তার ওপর বসিয়ে দিতে পারেন তাজা ফুল। অতিথি এসে সোফায় বসতে গিয়ে ফুলের দিকে নজর যেতেই মন ভালো হয়ে যাবে।
বসার ঘর ফুলে ফুলে সাজিয়ে তুলবেন আর শোয়ার ঘরের দিকে নজর দেবেন না তা কি হয়! শোয়ার ঘরে ফুল রাখার উপযুক্ত স্থান ওয়্যারড্রব, জানালার আশপাশ। কয়েকটি রঙের ফুলদানি ওয়্যারড্রবের ওপর রেখে তাতে ডাঁটাওয়ালা রজনীগন্ধা সাজিয়ে রাখতে পারেন। কিংবা পছন্দমাফিক অন্য কোনো ফুল। তবে মাথায় রাখতে হবে যেনতেন ফুল শোয়ার ঘরে ভালো লাগবে না। সেজন্য পছন্দসই ফুলদানিতে মানানসই ফুল রাখতে পারেন। সাবেকিয়ানা ধরে রাখতে তামা-কাঁসা পিতলের ফুলদানিতেও ফুল সাজাতে পারেন। অনেকে খাটের সঙ্গে লাগোয়া ছোট টেবিল রাখেন। সেখানেও ছোট আকারের একটি ফুলদানিতে কয়েকটি ফুল বসিয়ে দিতে পারেন। যেন বিছানায় শুয়ে ফুলের দিকে তাকিয়ে হলেও মন থেকে সকল চিন্তা উড়ে যায় মাথায় চাপ কমে।
রুমের সঙ্গে বারান্দা থাকলে সেখানে ঝুলন্ত ফুলের টব ব্যবহার করতে পারেন। ঝুলে থাকা ফুলে ফুলে বারান্দার সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যালকনিতে পেতে রাখা আরাম কেদারার পাশে ফুল গাছ দেবে প্রকৃতির সঙ্গে থাকার প্রশান্তি। এভাবেই ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন ফুলের স্পর্শে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh