ছোট কিংবা বড়- নিজের বাড়ি সাজিয়ে-গুছিয়ে যত্নে রাখাই আসল। তবে ঘর সাজানোর কথা উঠলেই বেশির ভাগ মানুষ দেওয়ালের রং, আসবাব, অন্দরসজ্জার সামগ্রী নিয়ে ভাবেন। সব দিকেই খেয়াল রাখে, বাদ পড়ে যায় কেবল সিলিংটুকু। ঘর সাজাতে দেওয়াল, রং, জানালা, পর্দায় যতটা নজর দেওয়া হয়, ততটা কেউ সিলিং বা ছাদ নিয়ে ভাবেন না। সিলিং, ফলস সিলিং অন্দরসজ্জায় গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্রমেই বাড়ছে সিলিংয়ের নকশার গুরুত্ব। একেক ঘরের সিলিং-সজ্জার আবেদন একক রকম।
বাড়ির ভেতর কতটা সুন্দর হবে তা নির্ভর করে দেওয়াল, আসবাব, মেঝে, পর্দা- যে জিনিস দিয়ে ঘর সাজানো হচ্ছে তার রং, ব্যবহারের ওপর। ইন্টেরিয়র ডিজাইনারদের মতে, দেওয়ালে আলোর ব্যবহারের চল এখন পুলোনো। ফলস সিলিং তৈরির একটি গুরুত্বপূর্ণ কারণ, সেখানে আলো বসানো যায়। কোন কোণ থেকে কীভাবে কতটা আলো ফেললে ঘর সুন্দর দেখাবে, সেই সজ্জার অনেকটাই ফলস সিলিংয়ের সঙ্গে সম্পর্কিত।
ঘরের সজ্জাও অনেকাংশে নির্ভর করে মানানসই ফলস সিলিংয়ের ওপর। সাধারণত মূল ছাদের নিচে বিম ঢেকে ফলস সিলিং হয়। এতে দুই দফা ছাদ তৈরি হওয়ায় গরমের দিনে ঘর তুলনামূলক ঠাণ্ডা থাকে। সিলিংয়ের মাধ্যমে স্কাই লাইট ও স্কাই উইন্ডোর ব্যবস্থা করা যেতে পারে। এভাবে ছোট একটা জায়গাকে বড় একটা জায়গার সঙ্গে জুড়ে দেওয়ার ফলে একটিকে আরেকটির অংশ মনে হয় এবং এতে রুমও বড় দেখা যায়।
প্রতিটি ঘরেই থাকতে পারে কৃত্রিম ছাদ। তবে তার ধরন ভিন্ন হলে ভালো হয়, যাতে ছাদের দিকে তাকিয়েই কোনটা কোন ঘর, চেনা যায়। বসার ঘরের সিলিং হতে হবে জমকালো। বেডরুমের সিলিং হবে ছিমছাম নকশার। ডাইনিং টেবিলের ওপরের অংশে লাগানো যায় ফলস সিলিং। রান্নাঘর, বাথরুমে ফলস সিলিং লাগালে এর ভেতরে আড়াল করে দেওয়া যায় গিজার, বৈদ্যুতিক তারসহ অনেক কিছুই। শিশু বা কিশোর-কিশোরীদের ঘরের সিলিংয়ের জন্য গ্যালাক্সি থিম বেশ জনপ্রিয়। সিলিংয়ে চাঁদ, তারা ভরা রাতের আকাশের সঙ্গে রেডিয়ামের কয়েকটি চাঁদ-তারা সুতায় বেঁধে সিলিং থেকে ঝুলিয়ে দিতে পারেন।
ফলস সিলিং হতে পারে কাঠ, জিপসাম, পারটেক্স বা কাচের। সিলিং-সজ্জায় এখন আয়নার ব্যবহার চলছে। মূলত উচ্চতা বেশি দেখাতে বিভিন্ন ধরনের আয়না ব্যবহার করা হয়। বিভিন্ন আকার, আকৃতি আর রঙের মিরর প্যানেল পাওয়া যায়। জিপসামের ফলস সিলিংয়ে যে উপাদান ব্যবহার করা হয়, তা ঠান্ডা বাতাস ঘরে আটকে রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তবে সিলিং বা ফলস সিলিং করার সময় কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। ফলস সিলিংয়ে ব্যবহৃত উপাদানগুলো যেন দাহ্য না হয়। কাচের সিলিং যাতে নিরাপদ হয়, সেই ভার রাখার মতো বিম-কলাম নিশ্চিত করতে হবে। সিলিং করতে গিয়ে বৈদ্যুতিক লাইনগুলোর নিরাপত্তা কোথাও বাধাগ্রস্ত হচ্ছে কি না, সেটিও খেয়াল রাখতে হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh