যানবাহন চলাচলে সতর্ক থাকুন

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজ বুধবার (৭ আগস্ট) দিনটি আপনার কেমন যাবে...

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

লেনদেনের ব্যাপারে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে। পেশাগত মতবিরোধ থাকবে। যানবাহন চলাচলে সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

যশ-খ্যাতি বাড়বে। দাম্পত্য জীবন সুন্দর যাবে। পেশাগত দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন প্রেম ও ভ্রমণের যোগ রয়েছে।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

নতুন যোগাযোগ ভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করবে। পারিবারিক জীবনে প্রাণপ্রাচুর্যে ভরপুর থাকবেন। সুস্থতার জন্য পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শুভ কাজে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ।

মিথুন (২১ মে-২০ জুন)

কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কেউ যেন বৃথা দুর্নাম, অপবাদ দিতে না পারে সেদিকে সতর্ক থাকুন। জনকল্যাণমূলক কাজে গভীর আগ্রহ বোধ করবেন। আর্থিকভাবে লাভবান হবেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক সচ্ছলতা বাড়বে। কাজের চাপ বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ আরও বেড়ে যাবে। পারিবারিক বন্ধন দৃঢ় হবে।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট)

সামাজিক মর্যাদা বাড়বে। আর্থিক বিষয় অত্যন্ত শুভ। পরিবার ও কর্মক্ষেত্রে মতের অমিল হওয়ার সম্ভাবনা বেশি।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক লাভবান হবেন। প্রেমে নতুন যোগাযোগ বাড়বে। আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন। কাজে চাপ অনুভব করবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পারিবারিক সম্পর্ক যথেষ্ট শুভ ও স্বাভাবিক থাকবে। আর্থিক সচ্ছলতা বাড়বে। সম্পত্তি-সংক্রান্ত বিষয় আপনার জন্য শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক কাজে বেশ অর্থব্যয় হবে। সার্বিক উন্নতির সম্ভাবনা আছে। প্রিয়জনের কাছে শুভ সংবাদ পাবেন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়বে। প্রেমে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বিষয় নিয়ে টেনশনে থাকবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

লেনদেনের বিষয়ে সতর্ক থাকুন। নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন না হলে সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায় যথেষ্ট উন্নতির জোরালো আশঙ্কা আছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //