আজ সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নেওয়ার সময় যাদের

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ শুক্রবার (২৯ নভেম্বর) দিনটি আপনার কেমন যাবে।

মেষ রাশি (২১ মার্চ–১৯ এপ্রিল): সপ্তাহের শুরুতে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নেওয়ার সময়, যখন হৃদয় থেকে মস্তিষ্কের দরকার বেশি পড়বে। সঙ্গীর শরীর একটু খারাপ হতে পারে। স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন। সপ্তাহের মাঝ দিকে বিবেচকের মতো বিনিয়োগ করুন। স্বামী/ স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন। আর তার সাফল্য সৌভাগ্য নিয়ে আনন্দ করুন। যদি সঙ্গীকে নিয়ে রোমান্টিক ভ্রমণে যান তবে সম্পর্ক আরও ভালো হবে। সপ্তাহের শেষদিকে উত্তেজনাপূর্ণ সময় যখন ঘনিষ্ঠ সহকারীদের সঙ্গে বেশ কিছু বিরোধ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। রাস্তায় চলাচলে সতর্কতা অবলম্বন করুন।

বৃষ রাশি (২০ এপ্রিল–২০ মে): সপ্তাহের শুরুতে আপনার সব সময়ের ভালোবাসা প্রিয়জনের জন্য ফাল্গুন ধারার মতো প্রবাহিত হবে। এটা প্রেমে সৌভাগ্যের সময়। সঙ্গী দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার উপলব্ধির সঙ্গে আপনাকে অবাক করে দেবে। সপ্তাহের মাঝ দিকে এমন একটা সময় যখন ভালো মন্দ ঘটনা ঘটবে আর আপনাকে পরিশ্রান্ত ও বিপর্যস্ত করে ছাড়বে। আপনার অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতি করতে পারে। সপ্তাহের শেষদিকে দীর্ঘ মেয়াদের ভিত্তিতে বিনিয়োগ করুন। উল্লেখযোগ্য লাভ পাবেন। সঙ্গীর ভালোবাসায় সময়টি মঙ্গলময় হয়ে উঠবে।

মিথুন রাশি (২১ মে–২০ জুন): সপ্তাহের শুরুতে বন্ধুদের সঙ্গে গল্প করার দুর্দান্ত সময়। তবে ফোনে খুব বেশি কথা বলায় মাথাব্যথার কারণ হতে পারে। জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো সময়। সম্পত্তি সংক্রান্ত কারবারে আশাতীত লাভবান হতে পারেন। সপ্তাহের মাঝ দিকে গোলাপ আরও লাল হবে। আর বেগুনি নীল হবে, কারণ ভালোবাসার নেশা আপনাকে একটি উচ্চ আসন প্রদান করবে। বয়স্ক ব্যক্তি ও পরিবারের লোকজন ভালোবাসা এবং যত্ন প্রদান করবে। সপ্তাহের শেষদিকে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন। আর সুস্থ থাকতে নিয়মিতভাবে ‘হেল্থ ক্লাব’য়ে যান। কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে।

কর্কট রাশি (২১ জুন–২২ জুলাই): সপ্তাহের শুরুতে একজন আত্মীয় বিস্ময় প্রদান করতে পারে। পরিবারের সদস্যরা আপনাকে সঙ্গে রাখতে চাইবে। আপনিও তাদের সঙ্গে কোনো জায়গায় যেতে পারেন। সপ্তাহের মাঝ দিকে আয়েস করার জন্য ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান। প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে। আর সেটা স্বীকার করে খুশি হবেন। সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে আর অবিশ্বাস্য লাভ এনে দেবে। সপ্তাহের শেষদিকে প্রেম বসন্তের মতো হয়। যেখানে ফুল, বায়ু, রোদ, প্রজাপতি সব থাকে। আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন।

সিংহ রাশি (২৩ জুলাই–২২ অগাস্ট): সপ্তাহের শুরুতে সামনে অনেক নতুন আর্থিক সুযোগ উপস্থাপন করা হবে। কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন। ব্যাংকিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে। সপ্তাহের মাঝ দিকে আত্মীয়রা আপনার দুঃখ ভাগ করে নেবে। সমস্যাগুলো তাদের সঙ্গে খোলা মনে ভাগ করে নিন। কিছু আইনি পরামর্শের জন্য কোনো আইনজীবীর কাছে যাওয়ার জন্য ভালো সময়। সপ্তাহের শেষদিকে দৈনিক সূচি থেকে বিরতি নিন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যান। পরিবারের সঙ্গে সময় উপভোগ করবেন।

কন্যা রাশি (২৩ অগাস্ট–২২ সেপ্টেম্বর): সপ্তাহের শুরুতে সহজেই অগ্রগতি আসবে। উজ্জ্বল দিকে তাকান। নিজের বিবেচনার ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিবর্তন দেখতে পাবেন। প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন আর আকর্ষণীয় উপহারও আসতে পারে। সপ্তাহের মাঝ দিকে অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন। ভবিষ্যতকে সমৃদ্ধ করতে অতীতে যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন সেগুলো থেকে এখন ফল পাবেন। সপ্তাহের শেষদিকে আত্মীয়দের কাছে ছোট সফর ক্লান্তিকর দৈনিক কাজের সূচীর থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। ভ্রমণ, ভোজ এবং আনন্দ হালকা মেজাজে রাখবে। মানসিক চর্চার জন্য আকর্ষণীয় কিছু পড়ুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): সপ্তাহের শুরুতে একাকী ও নিঃসঙ্গ বোধ করতে পারেন। বিচ্ছিন্নতার অনুভূতি যুক্তগ্রাহ্য অনুভূতি নেওয়া থেকে আটকাতে পারে। অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে। সপ্তাহের মাঝ দিকে প্রবল সহনশীলতা ও নির্লিপ্ততা ভীষণভাবে মানসিক ক্ষমতার উন্নতি করবে। আকস্মিক প্রেমঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। জীবনকে উপভোগ করার চাহিদা নিজের মধ্যে কতটা দেখে নিন। সপ্তাহের শেষদিকে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াতে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে। এসময়ে করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর–২১ নভেম্বর): সপ্তাহের শুরুতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারেন। ধর্ম আলোচনায় খুব সুনাম অর্জন করতে পারেন। আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে। সপ্তাহের মাঝ দিকে আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। অযথা কোনো তর্কে যাবেন না। সমস্যা হতে পারে। বাড়িতে শুভ কাজের জন্য খরচ বাড়বে। সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। সপ্তাহের শেষদিকে কারও মার্কেটিংয়ের কাজে যোগ দেওয়ার দীর্ঘ আশা বাস্তবায়িত হবে। শুধু মাত্র চারিদিকে তাকান। সব কিছু গোলাপি হয়ে উঠবে। সাফল্য নিশ্চিতভাবে আপনারই হবে।

ধনু রাশি (২২ নভেম্বর–২১ ডিসেম্বর): সপ্তাহের শুরুতে প্রশাসক ও সচিব পর্যায়ের সহকারী কর্মকর্তার জন্য শুভ সময়। তারা এ সময়ে বৈঠকে বসে সমঝোতার মাধ্যমে ভালো ফল লাভ করতে পারেন। কারও কারও প্রতিষ্ঠানের ঊর্ধ্বগতি নতুন প্রেরণা সঞ্চার করবে। সপ্তাহের মাঝ দিকে সামাজিক জীবন অবহেলা করবেন না। আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে সময়ের বের করে সপরিবারে অনুষ্ঠানে যান। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে শক্তি থাকবে। আর প্রেমের সঙ্গে ভালো বন্ধন থাকবে। গবেষকরা বিশ্লেষণমূলক কাজের জন্য প্রশংসিত হবেন। সপ্তাহের শেষদিকে বৃথা অর্থ ব্যয় হতে পারে। নিজের বোকামির জন্য প্রতারিত হতে পারেন। আর্থিক সঙ্কট কেটে যাবে। তবে বেহিসাবি খরচ থেকে সংযত থাকুন। কৃচ্ছতা নীতি পালন করুন।

মকর রাশি (২২ ডিসেম্বর–১৯ জানুয়ারি): সপ্তাহের শুরুতে বিদেশে যাওয়ার কোনো সুযোগ আসলে ছেড়ে দেওয়া ঠিক হবে না। বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক হবে। ক্রীড়াবিদদের বিদেশ ভ্রমণের সুযোগ আছে। সপ্তাহের মাঝ দিকে চাকরি ও ব্যবসায় সুযোগ লাভ করবেন। স্বল্প বেতনভোগী চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসা আরম্ভ করলে ভালো করবেন। কর্মক্ষেত্রে অনুকূল হাওয়া মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে। সপ্তাহের শেষদিকে আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে তা অবসান হবে। সামাজিক বিষয়ে অংশ নিয়ে সুনাম পেতে পারেন। দীর্ঘদিনের মনোবাসনার সমাধান হবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): সপ্তাহের শুরুতে রাস্তাঘাটে চলাফেরা বা গাড়িয়ে ওঠানামায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রাতিষ্ঠানিক কর্তাব্যক্তিরা কর্মক্ষেত্র থেকে ফেরার সময় বা টাকা লেনদেনের সময় অধিক সতর্কতা অবলম্বন করুন। সপ্তাহের মাঝ দিকে যেসব শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন। বিদেশে যাওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। সপ্তাহের শেষদিকে বিশ্রামের সময় স্বল্প, যেহেতু স্থগিত কাজগুলো আপনাকে ব্যস্ত করে রাখবে। কর্মক্ষেত্রে জিনিসগুলো চমৎকার থাকবে বলে মনে হয়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): সপ্তাহের শুরুতে খুঁজে পাবেন যে, জীবনসঙ্গী আপনার প্রতি আরও যত্নশীল হয়ে উঠছে। ব্যবসা করা লোকদের জন্য এটি ভালো সময় হবে। তবে নতুন ব্যবসা শুরু করতে সমস্যা হতে পারে। সপ্তাহের মাঝ দিকে জিনিসপত্র হারানো, চুরি যাওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা আছে। বাস বা ছোট যানবাহনে চলাফেরায় সতর্ক হোন। সপ্তাহের শেষদিকে ভ্রমণের পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। বিদেশে শিক্ষার্থীরা বিজ্ঞান বা অর্থনৈতিক বিষয়ক শিক্ষার ব্যাপারে অনুকূল অবস্থা পেতে পারেন। আমদানি রপ্তানি ব্যবসায়ে নিয়োজিত থাকলে এখন বিনিয়োগের যোগ্য সময়। আমদানি করা পণ্য পাইকারিভাবে বাজারজাত করুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh