পাকিস্তানেও হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ পাকিস্তানেও হবে। এ জন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদে ইরানের দূতাবাস।

ইরনার প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং পাকিস্তানের ৪টি শহরে ২৮ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। এ জন্য কনস্যুলেট-জেনারেলরা প্রস্তুতি নিচ্ছেন। বুধবার দেশটির রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিরি মোগাদ্দাম বলেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইসলামাবাদে ইরানের দূতাবাস এবং করাচি, লাহোর, পেশোয়ার ও কোয়েটায় ৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হবে।

করাচিতে সবচেয়ে বেশি ইরানি অবস্থান করেন। তাই মূলত এ ভোটকেন্দ্রে বেশি ভিড় হবে। সেই অনুযায়ী ইরানের রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইরানে ভোট দেওয়ার বয়স ১৮ বছর। এ জন্য জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র লাগে। তবে পাকিস্তানে বসবাসরতদের ক্ষেত্রে সেসব না থাকলেও সমস্যা নেই। তাদের পাসপোর্ট দিয়ে ভোট দিতে পারবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //