Logo
×

Follow Us

জেলার খবর

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৫

বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান সমাজকল্যাণমন্ত্রী

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি: লালমনিরহাট প্রতিনিধি

বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দেবে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সরকারি কলেজ অডিটোরিয়ামে ইউসিবি ব্যাংক আয়োজিত কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, মানুষ হত্যা করে, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করে, সংবিধানকে না মেনে কোন কিছু করলে দেশের জনগণ মেনে নেবে না। স্বাধীনতা বিরোধীরা দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের প্রতিহত করার জন্য দেশের মানুষ প্রস্তুত আছে। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, দেশকে যারা আবারো পাকিস্তানী ভাবধারায় নিয়ে যেতে চায়, সেই কুচক্রী মহলের আশা কোনদিনও পূরণ হবে না। 

লালমনিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ইউসিবি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম ভূঁইয়া, ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক ও ব্যাংকের লালমনিরহাটের হাতিবান্ধা শাখা ব্যবস্থাপক আহসানুজ্জামান প্রমুখ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫