Logo
×

Follow Us

অন্যান্য

রাজনৈতিক টক শো উপস্থাপনার ইচ্ছা আছে

Icon

তারেক মোহাম্মদ

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৩:৪০

রাজনৈতিক টক শো উপস্থাপনার ইচ্ছা আছে

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ফুলগাঁও’ ধারাবাহিকে অভিনয় করছি। এ ছাড়া কামরুজ্জামান রোমানের ‘কিল হাউজ’ ওয়েব ফিল্ম করেছি। জাফর আল মামুনের পরিচালনায় ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার শুটিং চলছে। আরো দুটি ধারাবাহিকের কথা চলছে। কিছুদিন আগে মাসুদ পথিকের ‘বক’ সিনেমার শুটিং শেষ করেছি। জাহিদ হোসেনের ‘লীলামন্থন’, অপূর্ব রানার ‘জলরঙ’ ও মিজানুর রহমান লাবুর ‘আতরবিবিলেন’ মুক্তির অপেক্ষায় আছে। 

আবার উপস্থাপনায় ফিরেছেন। এ বিষয়ে জানতে চাই...

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের উদ্যোগে নজরুল কনসার্ট ২০২৫ উপস্থাপনা করেছি। নজরুলের গান ব্যান্ডের মাধ্যমে দর্শক-শ্রোতার কাছে পৌঁছানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়। এটি উপভোগ করেছি। এ ছাড়া টিভিতে এমন কোনো অনুষ্ঠান হয় না যেটা উপস্থাপনা করার ইচ্ছা হয়। সব ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করা হয়ে গেছে। তবে রাজনৈতিক টক শো উপস্থাপনার ইচ্ছা আছে।

সম্প্রতি চলচ্ছিত্রে অনুদান দেওয়ার বিষয়ে সমালোচনা হতে দেখা গেছে। আপনার মন্তব্য কী?

বিগত দিনে লবিং-লেজুরবৃত্তি ছাড়া অনুদান অসম্ভব ছিল। যারা অনুদানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেছেন। ৯৫টি চিত্রনাট্যের মধ্যে ৫০টির মতো ছিল মানসম্মত। তার মধ্য থেকে ১২টি চিত্রনাট্য বাছাই করা সহজ কাজ নয়। অনুদানের জন্য সুপারিশে অভ্যস্থ ছিল অনেকে। এবার তা হয়নি। ভালো চিত্রনাট্য দেখে অনুদান দেওয়া হয়েছে। কোনো আইন নেই যে অন্য কমিটির লোকজন অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিতে পারবে না। অনেকে ইতিবাচক কথাও লিখছে। ভালো কিছু নিতে সময় লাগবে। এ প্রক্রিয়া অব্যাহত থাকলে আগামী দিনে আরো ভালো চিত্রনাট্য আসবে।

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে ভূমিকা রেখেছেন। এক বছর পর কী ভাবছেন?

সময়ের প্রয়োজনে সরকার পরিবর্তন হয়। আমরা যেভাবে জীবনযাপনে অভ্যস্ত তা হুট করে বদলানো সম্ভব নয়। এক বছর যথেষ্ট সময় নয়। দুর্নীতিমুক্ত সরকার দীর্ঘদিন থাকতে হবে। মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে হবে। আইনের কঠোর প্রয়োগ দরকার। নিকট অতীতে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা যায়নি। এখন মানুষ বলতে পারছে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান যদি বদলাতে পারি তাহলে সব ঠিক হয়ে যাবে। দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করতে সময় লাগবে।

মনে করা হয় আন্দোলনের ফলে আপনিসহ অন্যরা লাভবান হয়েছেন। এ বিষয়ে কী বলবেন?

সবাই ভাবছে জুলাই আন্দোলন করে সুবিধা ভোগ করছি। সুযোগ নেওয়ার অভ্যাস থাকলে গত সরকারের সময়ই অনেক কিছু করতে পারতাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতাম। অনেক সিনেমা করতে পারতাম। তা করিনি। সব সময় ক্যারেক্টার খুঁজে বেরিয়েছি। একটি আন্দোলনের পর কাজের প্রবাহ কমে যাওয়া স্বাভাবিক। আমারও কাজের সুযোগ কমে গেছে। অনেকে কাজহীন হয়ে অন্য পেশায় চলে গেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে সমালোচনা সইতে হয়। যাপিত জীবনে প্রভাব ফেলে?

সবকিছু আমার চোখে পড়ে না। কিছু মানুষ আমাদের নিয়ে ভুল তথ্য দিয়ে লেখালেখি করে। অজস্র মিথ্যা অভিযোগ দেখে এসব মূল্যহীন লাগে। যারা আমাকে নিয়ে লেখালেখি করে, বাজে মন্তব্য করে, তাদের বিরুদ্ধে কখনো লিখিনি। এসব শিশুসুলভ আচরণ। এটি অসুস্থ চর্চা। আমার জীবনে যার কোনো প্রভাব পড়ে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫