Logo
×

Follow Us

জব কর্নার

হাইকোর্টে প্র্যাকটিসের জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ জন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ২৩:৪৫

হাইকোর্টে প্র্যাকটিসের জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১১৪ জন

ছবি: সংগৃহীত

আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিসের (হাইকোর্ট পারমিশন) জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষায় ১ হাজার ১১৪ জন উত্তীর্ণ হয়েছেন। আর তৃতীয় পরীক্ষকের যাচাইয়ের জন্য ১৯৬ জনের ফল পেন্ডিং রাখা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. ওয়াহিদুজ্জামান শিকদারের স্বাক্ষরের পর ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এখন নিয়ম অনুসারে পেন্ডিং লিস্টে থাকা আইনজীবীদের খাতা তৃতীয় পরীক্ষক যাচাই শেষে ফল ঘোষণা করবে বার কাউন্সিল। এরপর ভাইভা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীরা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য অনুমতিপ্রাপ্ত হবেন। 

এর আগে ৪ মার্চ আইনজীবী হিসাবে হাইকোর্টে প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫