-6131c0c95329b-6146b7e06e2e8-614d83fab27c4-615296523eb2a-615d2ada5ad45-616bbad676ed9-6170ecb32ce06-(1)-6177831c6850d-617a74eaa152d-618e2dc9e59a2-6191ea54e1ca8-61973ff85c194-61a5996256880-61ac669f6-(3)-61c97d7c03d1b.jpg)
ফাইল ছবি
নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন পদে মোট ১৫ জনকে নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোতে যোগ্যতা পূরণ সাপেক্ষে যেকেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে অনলাইনে।
যেসব পদে লোকবল নিয়োগ দেওয়া হবে : সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (৩ জন), কম্পিউটার অপারেটর (১জন),
ক্যাশিয়ার (১ জন), ক্যাশ সরকার (১ জন) ও অফিস সহায়ক (৯জন)।
আবেদনের যোগ্যতা : আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
বয়সসীমা : প্রার্থীর বয়স ২৫-৩-২০২০ সালে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা https://mos.teletalk.gov.bd তে ঢুঁ মেরে আবেদনের বিস্তারিত পাবেন। ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহীরা।
আবেদনের সময়সীমা : আবেদনপ্রক্রিয়া শুরু হবে ২৯ ডিসেম্বর, ২০২১ থেকে। চলবে আগামী ২৭ জানুয়ারি, ২০২২ পর্যন্ত।