ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিতব্য সব মাঠ পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, ১১ মে থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।
মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিশ আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনকারীরা বর্তমানে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh