বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড’ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যান রিসোর্সেস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাসিস্টান্ট অফিসার/ অফিসার।
পদের সংখ্যা : ২টি।
আবেদন যোগ্যতা : বিজনেস বিভাগ থেকে ব্যাংক ম্যানেজমেন্ট, আইন বা সমমান বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
তবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স বিষয়ে এমবিএ পাস করলে অগ্রাধিকার দেওয়া হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪০ বছরের মধ্যে হতে হবে।
ব্যাংকিং নীতিমালা, শ্রম আইন, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানে কৌশলী ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
চাপ সামলে কাজের আগ্রহ ও বাংলা-ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ১২ নভেম্বর, ২০২২।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh