Logo
×

Follow Us

চাকরি

৪৪তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৮ মে

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ২২:৫৯

৪৪তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৮ মে

বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফাইল ছবি

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা ৮ মে থেকে শুরু হবে।

বুধবার (৩ এপ্রিল) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে ৮ মে ২০২৪ থেকে।

এবারে বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

উল্লেখ্য, ৪৪তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শেষ হয় ২০২২ সালের ২ মার্চ। এতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী। এরপর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় একই বছরের ২৭ মে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ প্রার্থী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫