নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পিএম
আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পিএম
সরকারি সব চাকরিতে আবেদনের ফি ২০০ টাকা করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আগামীকালের মধ্যে এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনও পদক্ষেপ না নিলে আগামী বুধবার (৪ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
তিনি বলেন, আমরা ধন্যবাদ জানাই যে, পিএসসি বিষয়টি উপলব্ধি করে তাদের আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা করেছে কিন্তু আমরাতো এ দাবি জানাইনি। আমাদের দাবি ছিল দ্বিতীয়-তৃতীয় শ্রেণিসহ সব মন্ত্রণালয়-অধিদপ্তরে যেসব চাকরি রয়েছে সেগুলোর ফি যেন কমানো হয়। আগামীকাল মঙ্গলবারের ভেতরে সরকার পক্ষ থেকে আমাদের যে চার দফা জানিয়েছিলাম, তার সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চাই।
এর আগে গত ৩০ নভেম্বর ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা দাবিতে তিন দিনের আল্টিমেটাম দেন ছাত্র অধিকার পরিষদের নেতারা। আগামীকাল মঙ্গলবার সেই আল্টিমেটাম শেষ হতে যাচ্ছে।
এ প্রসঙ্গে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তিন দিনের আল্টিমেটাম দিয়েছিলাম।আগামীকাল মঙ্গলবার এই আল্টিমেটাম শেষ হবে। এর মধ্যে আমাদের যে চার দফা দাবি, এ ব্যাপারে যদি কোনও সুস্পষ্ট পদক্ষেপ না নেওয়া হয়, আগামী বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
ছাত্র অধিকার পরিষদের ৪ দফা দাবিগুলো হলো-
১. চাকরির আবেদন ফি কমিয়ে সর্বোচ্চ ২০০ টাকার মধ্যে করা।
২. প্রিলি পরীক্ষার কাট-মার্কস প্রকাশ করা। প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার নাম্বার-পত্র আলাদাভাবে প্রকাশ ও প্রিলির একসেট উত্তর প্রকাশ।
৩. এ ছাড়া বিসিএস সর্বোচ্চ এক বছর আর অন্যান্য চাকরিতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন।
৪. পিএসসি থেকে ফ্যাসিবাদের দোসর ও দুর্নীতিবাজদের অপসারণ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh