Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জনসংখ্যা অনুপাতে করোনায় মৃত্যুহারে শীর্ষে পেরু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ১৪:৪৪

জনসংখ্যা অনুপাতে করোনায় মৃত্যুহারে শীর্ষে পেরু

ফাইল ছবি

পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ তিনজনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পেরুতে এখন প্রতি ১০ লাখে ৬ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। জনসংখ্যা অনুপাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুহারের দিক থেকে বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে পেরু। 

গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে ২৫ জনের মৃত্যু হয়েছে। আর পেরুর ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার মধ্যে ২২ লাখ লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। 

করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়ানোর তথ্য এমন সময়ে সামনে এলো, যখন কিনা দেশটিতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে। জোরেশোরে টিকা কর্মসূচি চালানোর পর এই হার নিম্নমুখী হয়েছে। তবে কর্তৃপক্ষ করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের নতুন সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। 

লাতিন আমেরিকা অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্রাজিল ও মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশি। তবে দেশগুলোর জনসংখ্যার তুলনায় মৃতের হার কম।

করোনা সংক্রমণ কমে যাওয়ার পর কিছু স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা শিথিল করেছে পেরু সরকার। দেশের অর্থনীতিও আংশিকভাবে সচল করা হয়। রাত্রিকালীন কারফিউয়ের সময় কমিয়ে মাত্র দুই ঘণ্টা করা হয়। রেস্তোরাঁগুলোও পুরোদমে কাজ চালানোর অনুমতি পেয়েছে।

পেরু সরকার আশা করছে, এ বছরের শেষ নাগাদ ১২ বছরের বেশি বয়সী ৭০ ভাগ মানুষকে টিকা দেওয়া শেষ করতে পারবে তারা। এখন পর্যন্ত ১ কোটি ৪২ লাখের বেশি মানুষকে দুই ডোজ টিকা দেওয়ার কাজ শেষ হয়েছে। এ সংখ্যা ১২ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৫১ শতাংশ। -এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫