যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টোন শহরে পৃথক বন্দুক হামলায় ৬ জন নিহত হয়েছেন।
আজ সোমবার (২৯ আগস্ট) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রবিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে ৩ জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। হামলাকারীকে খুঁজছে পুলিশ।
এ দিকে একইদিনে দেশটির টেক্সাসের হিউস্টোন শহরে হামলাকারীর গুলিতে ৩ জন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পর তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে হামলাকারী ব্যক্তিও নিহত হন।
ওয়াশিংটনে একজন আমেরিকান ফুটবল লিগের খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যুক্তরাষ্ট্র বন্দুক হামলা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh